ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পরিবেশ অধিদপ্তরের অভিযানে মাদারীপুরের একটি ইট ভাটাকে ৪লাখ টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-২৩ ১৪:৪৬:২৪
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের অভিযানে গতকাল ২৩শে ডিসেম্বর দুপুরে মাদারীপুর জেলা সদরের মহিষের চর এলাকার এআরবি ব্রিকস নামক একটি ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের অভিযানে মাদারীপুর জেলা সদরের মহিষের চর এলাকার এআরবি ব্রিকস(মনির ব্রিকস) নামক একটি ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ২৩শে ডিসেম্বর দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন ও শংকর চন্দ্র বৈদ্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৯ লঙ্ঘনের দায়ে ইট ভাটার মালিক ঠিকাদার মনিরুজ্জামানকে এই জরিমানা করেন। এছাড়াও অভিযানকালে ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইট ভাটার আগুন নিভিয়ে দেয়াসহ প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ