ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে রাজস্ব সম্মেলনসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-২৩ ১৪:৪৯:০৪
রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ২৩শে ডিসেম্বর সকালে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে মাসিক রাজস্ব সম্মেলনসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৩শে ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সম্মেলনসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে রাজস্ব সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, নবাগত কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু, পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুজহাত সুলতানা আওন, কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইসমাইল হোসেন, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার(শিক্ষা ও আইসিটি শাখা) বিপুল সিকদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  পরে একই স্থানে বিভিন্ন সময়ে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা কমিটি, আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স, জেলা নদী রক্ষা কমিটি, সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলা পর্যালোচনা কমিটি, ভূ-সম্পত্তি জবর-দখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং বিষয়ক জেলা কমিটি, জেলা এসএমই ঋণ কমিটি, জেলা কৃষি ঋণ কমিটি এবং জেলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়।    

রাজবাড়ীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
মহান মে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাণী
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ