গোয়ালন্দ উপজেলায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১০ই জানুয়ারী বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।