ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় দুর্গত মানুষের পাশে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-০৪ ১৪:২৯:৪৯
ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগ ও করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা -মাতৃকণ্ঠ।

ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগ ও করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 
  আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়ীবাঁধ মেরামতের কাজ অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষের ঘর-বাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, সুপেয় পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। 
  এছাড়াও করোনা মোকাবেলায় ধৈর্য্য ও পেশাদারিত্বের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে উৎসাহিতকরণ, প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ, ণপরিবহন চলাচল মনিটরিং এবং প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতজাতের বীজ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ