ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগ ও করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়ীবাঁধ মেরামতের কাজ অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষের ঘর-বাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, সুপেয় পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।
এছাড়াও করোনা মোকাবেলায় ধৈর্য্য ও পেশাদারিত্বের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে উৎসাহিতকরণ, প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ, ণপরিবহন চলাচল মনিটরিং এবং প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতজাতের বীজ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।