মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বকেয়া পাওনার দাবীতে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই জানুয়ারী সকালে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে মধুখালী উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে সভায় চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, সিদ্দিক আলী খান, রেজাউল হক, ফিরোজ মিয়া, রফিক উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের যাবতীয় বকেয়া দ্রুত পরিশোধের দাবী জানান।