ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
মধুখালীতে চিনিকলের বকেয়া পাওনার দাবীতে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের সভা অনুষ্ঠিত
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০১-১৫ ১৪:২৩:৫৬
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বকেয়া পাওনার দাবীতে গতকাল ১৫ই জানুয়ারী সকালে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের সভা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বকেয়া পাওনার দাবীতে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের সভা অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১৫ই জানুয়ারী সকালে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে মধুখালী উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে সভায় চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু,  চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, সিদ্দিক আলী খান, রেজাউল হক, ফিরোজ মিয়া, রফিক উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের যাবতীয় বকেয়া দ্রুত পরিশোধের দাবী জানান। 

এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ ঃ মাহফুজ আলম
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক  প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ঃ তথ্য উপদেষ্টা
পবিত্র ঈদুল আযহায় সরকারী ছুটি ১০দিন
সর্বশেষ সংবাদ