বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৯শে জানুয়ারী বিকালে জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে প্রকল্পের আওতায় রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে স্থানীয় কৃষক চাঁদ আলীর বাড়ীর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনোজিত মল্লিক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন ও মোঃ আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।