ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে গোয়ালন্দের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-১৯ ১৩:৫৪:২৩
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার গতকাল ১৯শে জানুয়ারী দুপুরে গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে গতকাল ১৯শে জানুয়ারী দুপুরে গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮, পণ্যে পাটজাত দ্রব্যের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এবং দন্ডবিধি আইন-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার ২শত টাকা জরিমানা করা হয়।
  এছাড়াও বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধানসহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়। বিএসটিআই’র ফরিদপুর জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফিরোজ আহমেদ, রাজবাড়ীর পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ