সিজারের সময় নবজাতকের হাতের হাড়ের জয়েন্ট ছুটিয়ে ফেলার ঘটনায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বেসরকারী আরামবাগ হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল ১৯শে জানুয়ারী বেলা ১১টার দিকে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার অভিযান পরিচালনা করে হাসপাতালটি বন্ধ ঘোষণা করেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে হাসপাতালটিতে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন। এ সময় সিভিল সার্জন হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীদের মধ্যে যারা সুস্থ হয়েছেন তাদেরকে বাড়ীতে পাঠিয়ে দেয়ার এবং যারা অসুস্থ তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটিতে অভিযান চালিয়ে নানা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। এ জন্য হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীরা চাইলে হাসপাতাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করতে পারেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান বলেন, কিছু সমস্যা থাকায় সিভিল সার্জন হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। আমরা আমাদের ঘাটতি পূরণ করে পুনরায় হাসপাতাল চালুর উদ্যোগ নেব।