ঢাকা শনিবার, নভেম্বর ১, ২০২৫
৫০০ টাকার ছেঁড়া নোট পাল্টাতে দিয়ে ১লাখ টাকা নিয়ে উধাও!
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০১-২৩ ১৪:৩৮:১১

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যাংক থেকে ৫০০ টাকার ১টি ছেঁড়া নোট পাল্টাতে দিয়ে ১লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। 

  গতকাল ২৩শে জানুয়ারী দুপুরে অগ্রণী ব্যাংকের বোয়ালমারী বাজার শাখার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

  জানা গেছে, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংকের শাখায় গিয়ে নিজের একাউন্ট থেকে ১লাখ টাকা উত্তোলন করেন। উত্তোলনের পর পাশে থাকা অপরিচিত একজন লোককে টাকাগুলো গুণতে দেন। সে টাকা গুণে দেয়ার সময় ৫০০ টাকার ছেঁড়া একটি নোট দিয়ে রাশিদাকে ক্যাশ কাউন্টার থেকে পাল্টে আনতে বলেন। রাশিদা বেগম ওই নোটটি পরিবর্তন করে এসে দেখেন সেই লোক নেই। তবে সে ১টি বাটন মোবাইল ফোন ফেলে রেখে গেছে। 

  ব্যাংকের ম্যানেজার রেজাউল শেখ বলেন, এ ঘটনায় গ্রাহক রাশিদা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সঙ্গে চোরের ফেলে যাওয়া মোবাইল ফোন ও ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ জমা দেয়া হয়েছে। 

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে
হিসাব রক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটি গঠন
চীফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি
সর্বশেষ সংবাদ