ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুর পৌরসভার মেয়রের সাথে টিআইবি সনাকের মতবিনিময় সভা
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০১-২৪ ১৪:১৯:৫৬
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সাথে গতকাল ২৪শে জানুয়ারী মতবিনিময় সভা করেছে টিআইবি’র সহায়তায় গঠিত সচেতন নাগরিক কমিটি -মাতৃকণ্ঠ।

নাগরিক সমস্যা নিয়ে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সাথে মতবিনিময় সভা করেছে টিআইবি’র সহায়তায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক)। 

  গতকাল ২৪শে জানুয়ারী দুপুরে পৌর মেয়রের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর সনাক-এর সভাপতি শিপ্রা গোস্বামী, সদস্য রমেন্দ্রনাথ রায়, পান্না বালা, হাসানউজ্জামান, পপি আক্তারসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

  মতবিনিময়কালে মেয়র অমিতাভ বোস বলেন, পৌরসভার সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ওর্য়াডভিত্তিক ই-সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পৌরবাসীর পানির সমস্যা দূর করা হয়েছে। পৌর ভবনের সামনে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে। নারী কর্ণারও কাজ করছে। বাজেট স্বল্পতার জন্য নর্দমার কাজ ব্যাপকভাবে হাতে নেওয়া না গেলেও সীমিত আকারে চলছে। পৌরসভার জলাবদ্ধতা নিরসন এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের ব্যাপারে তদারকি করা হচ্ছে।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ