গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ রাসেল বেপারী(৪০) নামে এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গতকাল ৮ই ফেব্রুয়ারী বিকাল ৫টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেল বেপারী ফরিদপুর শহরের টেপাখোলা গোলাপদী এলাকার রফিকুল বেপারীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।