রাজবাড়ী জেলার গোয়ালন্দে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ৮ই ফেব্রুয়ারী সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি ইব্রাহিম সরদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।
এ সময় গোয়ালন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি, নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি আজু শিকদার, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, আতাউর রহমান মঞ্জু, ছাত্রলীগ নেতা তুহিন দেওয়ান, আবির হোসেন হৃদয়, রাতুল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, জালাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও কেক কাটার পর মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় দোয়া-মোনাজাত হয়।