ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে এলজিইডিতে চাকুরী দেয়ার নামে প্রতারণা করায় ১জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০২-০৮ ১৩:৪৩:০৫
গোয়ালন্দে এলজিইডি’তে চাকরী দেয়ার কথা বলে সাড়ে ৫লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে পুলিশ তৌহিদুল ইসলাম শুভ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে এলজিইডি’তে চাকরী দেয়ার কথা বলে সাড়ে ৫লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে তৌহিদুল ইসলাম শুভ(২৬) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম শুভ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। প্রতারণার শিকার একই ইউনিয়নের(উজানচর) চর ফকিরাবাদ গ্রামের আলম শেখ(২১) এর পিতা সিদ্দিক শেখ বাদী হয়ে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা (নং-৯, তারিখ-০৮/০২/২০২২ ইং, ধারাঃ ১৭০/৪১৯/৪২০/৪০৬ পেনাল কোড) দায়ের করলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

  মামলার অভিযোগ সূত্রে প্রকাশ, তৌহিদুল ইসলাম শুভ এলজিইডিতে উচ্চ পদে চাকরী করার মিথ্যা কথা বলে আলম শেখকে এলজিইডিতে চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করে। 

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গতকাল ৮ই ফেব্রুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।     

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ