ঢাকা সোমবার, মে ১২, ২০২৫
দৌলতদিয়া ঘাট এলাকায় ট্রাকের দীর্ঘ সারি-দুর্ভোগ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০২-১৬ ১৩:৪২:৪০

দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকে থাকা ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এতে আটকে থাকা গাড়ীগুলোর চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

  গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ ফিড মিল এলাকা পর্যন্ত মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার জুড়ে শত শত ট্রাক আটকে রয়েছে। ফেরীর নাগাল পাওয়া নিয়ে এসব ট্রাকের চালকরা দুশ্চিন্তা করছে। 

  যশোর থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের চালক সুমন খান বলেন, ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়ে ভোরে দৌলতদিয়া এসে পৌঁছেছি। এখনো সিরিয়ালে আটকে আছি। কখন ফেরীতে উঠতে পারবো জানি না।

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়ান বলেন, ফেরী চলাচল স্বাভাবিকই রয়েছে। তবে পণ্যবাহী ট্রাকের চাপ বেশী থাকার কারণে কিছু ট্রাকের সিরিয়াল হয়েছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরী চলাচল করছে।

উজানচরে গ্রামীণ রাস্তা নির্মাণ কাজ বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
গোয়ালন্দে হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
যতদিন গোয়ালন্দ থানায় কর্মরত থাকবেন ততদিন ১৫জন শিশুর শিক্ষা সামগ্রী প্রদান করে যাবেন ওসি
সর্বশেষ সংবাদ