ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের জায়গা পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০২-১৭ ১৩:৪৪:২৯

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের(আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল ১৭ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচরে প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের জায়গা পরিদর্শন করেন। 
  এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, প্রস্তাবিত প্রকল্পের পিডি(প্রকল্প পরিচালক) জহুরা খাতুন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ উপস্থিত ছিলেন। 
  পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ৫ একর জমির উপর ১৩১ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হলে রাজবাড়ী জেলাবাসী উপকৃত হবে। প্রতি বছর হাজারও তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এই প্রজেক্টটা ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের মস্তিষ্কপ্রসূত। যাতে এখানকার তরুণ-তরুণীদের আইসিটি প্রশিক্ষণের জন্য ঢাকায় যেতে না হয়, এখান থেকেই ৬ মাসের কোর্স, ১২ মাসের ডিপ্লোমা কোর্স করে দেশে-বিদেশে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ