জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল ২০শে জুলাই বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপরে বেলা আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া ফেরী ঘাট হয়ে যানবাহন ও যাত্রীসাধারণের পারাপার নির্বিঘ্ন করার বিষয়ে ঘাট ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন ।