ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
দৌলতদিয়ায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে আটকে থাকা যানবাহনের দীর্ঘ লাইন
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৩-১৩ ১৪:৫৮:১৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যানজট অব্যাহত রয়েছে। 

  গতকাল ১৩ই মার্চ সকালেও দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত মহাসড়কের প্রায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যাই বেশী। 

  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরীর স্বল্পতা, নদীতে প্রয়োজনীয় নাব্যতা না থাকা, কয়েকটি ফেরী ঘাট বন্ধ থাকা এবং পানির গভীরতা কমে ফেরী ঘাটগুলোর পল্টুুন নীচে নেমে যাওয়ায় লোড-আনলোডে অধিক সময় লাগাসহ নানা কারণে ফেরী পারাপার স্বাভাবিক হচ্ছে না। এর ফলে এই নৌরুট ব্যবহারকারী যাত্রী এবং চালক-শ্রমিকদের দুর্ভোগও দূর হচ্ছে না।  

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরী চলাচল করছে। কিন্তু ফেরী ঘাটগুলো লো ওয়াটারে নেমে যাওয়ায় পন্টুন নীচু হয়ে গেছে। এ কারণে ফেরীতে যানবাহন লোড-আনলোডে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এছাড়াও ফেরী ও ঘাটের স্বল্পতাসহ নানা সমস্যা রয়েছে। তারপরও আমরা যানজট কমাতে সচেষ্ট রয়েছি।  

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ