ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
২০ মার্চ থেকে রাজবাড়ীতে টিসিবি’র পণ্য বিক্রি হবে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৩-১৪ ১৪:১১:৩৫

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন আগামী ২০শে মার্চ থেকে জেলায় টিসিবি’র মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হবে। 
  গতকাল সোমবার মাতৃকণ্ঠের সাথে আলাপকালে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ১৫ই মার্চের পরিবর্তে আগামী ২০শে মার্চ থেকে জেলা সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    
  তিনি আরো বলেন, জেলায় কোন অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম উপায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ