রাজবাড়ী জেলার কালুখালী থানার আয়োজনে গতকাল ১৬ই মার্চ থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী থানার ওসি মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও পরিদর্শক(তদন্ত) আব্দুল গণি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি ও কালিকাপুর ইউপির মোঃ আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগী ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন ও বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ কালুখালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ পুলিশী সেবা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশী সেবা নিতে এসে কোন মানুষ যেন হয়রানীর শিকার না হয়। সব শ্রেণীর মানুষের সাথে সমান ব্যবহার করে সেবা দিতে হবে। সরকারের অনেক জনমুখী পদক্ষেপের ফলে পুলিশের উপর মানুষের আস্থা ফিরে আসছে। রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার এ ব্যাপারে আন্তরিক। তিনি কোন অন্যায়কে মেনে নেন না।