রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ২৭শে মার্চ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর বজলুর রহমান, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার, গোয়ালন্দ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার, লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক গোলাপ আলী সেখ, দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র সরকার, নার্গিস সুলতানা ও আকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।