রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টের ৮জন আসামী গ্রেফতার হয়েছে।
গত ২৭শে মার্চ রাতে থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার মৃত ওকেল মোল্লার ছেলে ওসমান মোল্লা, গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার রুহানী অয়েল মিলের স্বত্ত্বাধিকারী বাবুল বেপারী, হোসেন মন্ডলের পাড়ার মৃত ইমান আলীর ছেলে আয়নাল আলী, দেওয়ান পাড়ার মৃত মোকছেদ শেখের ছেলে উজ্জ্বল শেখ, হাছেন মোল্লার পাড়ার গাজী হাওলাদারের ছেলে চুন্নু হাওলাদার, চর দৌলতদিয়া দুলাল বেপারীর পাড়ার আকেন শেখের ছেলে লালন শেখ, মজিদ শেখের পাড়ার মজিদ শেখের আবুল কালাম আজাদ শেখ এবং দৌলতদিয়া পতিতাপল্লী এলাকার নূর হোসেনের ছেলে আলামিন হোসেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের গতকাল ২৮শে মার্চ দুপুরে আদালতে সোপর্দ করা হয়।