মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপির সমাবেশ গতকাল ৩০শে মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেদা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আনসার-ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ৫জনকে বাই সাইকেল, ২জনকে সেলাই মেশিন ও ২০ জনকে ছাতা প্রদান করা হয়।