আসন্ন বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১১ই এপ্রিল সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদের সম্মেলন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস.এম রাসেল কবিরসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বর্ণাঢ্য আয়োজনে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।