ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে সংযোগ প্রদান ও ত্রাণ বিতরণ করলেন পল্লী বিদ্যুতের জিএম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-২৬ ১৪:৫৬:২২

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার গত ২৩শে জুলাই দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বন্যা কবলিত এলাকার বিদ্যুৎ লাইন পরিদর্শনকালে সিরাজ মাতব্বরের পাড়ার একটি বিচ্ছিন্ন আশ্রয় কেন্দ্রে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন। পরবর্তীতে গত ২৫শে জুলাই তিনি ওই আশ্রয় কেন্দ্রে আশ্রিত ৪১টি পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে শুকনা খাবার, মৌসুমী ফল, চাল, ডাল, লবণ, পেঁয়াজ, আলু, তেল, সাবান, জ্বালানী হিসেবে শুকনা কাঠ ও ৩০০টি সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন। এ সময় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম(কারিগরি) গোলাম কাদির, গোয়ালন্দ সাব-জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) আখতার জিন নূরাইন এবং প্রকল্প প্রকৌশলী কমল কুমারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
সর্বশেষ সংবাদ