ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
ডিআইজি পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর সাবেক ৩জন এসপি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-১১ ১৪:১১:৫১

বিসিএস(পুলিশ) ক্যাডারের ৩২জন অতিরিক্ত ডিআইজিকে উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) পদে গতকাল ১১ই মে পদোন্নতি দিয়েছে সরকার। 
  ডিআইজি পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রাজবাড়ী জেলায় দায়িত্বপালনকারী সাবেক ৩জন পুলিশ সুপার রয়েছেন। পদোন্নতি প্রাপ্তরা হলেন ঃ অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক,পিপিএম, জিহাদুল কবির বিপিএম(সেবা)-পিপিএম এবং সালমা বেগম পিপিএম(সেবা)।
  পদোন্নতি প্রাপ্তদের মধ্যে মোঃ রেজাউল হক পুলিশ অধিদপ্তর ঢাকায় অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে, জিহাদুল কবির পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে এবং সালমা বেগম পুলিশের এন্টি টেরারিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত রয়েছেন।
  গতকাল ১১ই মে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত ৫২৭ নম্বর প্রজ্ঞাপনে বিসিএস(পুলিশ) ক্যাডারের ৩২জন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্ককে ডিআইজি পদে(গ্রেড-৩) এ পদোন্নতি প্রদান করা হয়।
  উল্লেখ্য, রাজবাড়ী জেলার পুলিশ সুপার পদে মোঃ রেজাউল হক গত ১৪-৭-২০১১ হতে ২১-৮-২০১৪ পর্যন্ত, জিহাদুল কবির ১২/০৪/২০১৫ হতে ০৫/১১/২০১৬ পর্যন্ত এবং সালমা বেগম ০৬/১১/২০১৬ হতে ০৫/০৩/২০১৮ তারিখ পর্যন্ত রাজবাড়ী জেলার পুলিশ সুপার পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
সর্বশেষ সংবাদ