ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সভা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৫-২৪ ১৫:৩০:৫৯
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে গতকাল ২৪শে মে বিকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ২৪শে মে বিকালে ব্যবসায়ী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক বেপারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও ব্যবসায়ী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হালিম তালুকদার, কামরুল ইসলাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল কাদের, গোয়ালন্দ বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, আলাউদ্দিন মৃধা, কার্তিক ঘোষ, ব্যবসায়ী সিদ্দিক মিয়া, মোশাররফ আহম্মেদ, খোকন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন ব্যবসায়ী পরিষদের দপ্তর সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ফজলুল হক।

 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ