রাজবাড়ী ডিবি’র অভিযানে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী দুলাল সরদার(৪০) গ্রেফতার হয়েছে।
গতকাল ৩০শে মে দুপুরে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুলাল সরদার কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নিয়ামত সরদারের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।