ঢাকা মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২জন গ্রেফতার॥দেশী অস্ত্র উদ্ধার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৬-০১ ১৪:৫০:০০
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল ১লা জুন ভোরে দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২জনকে গ্রেফতার ও দেশী অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল ১লা জুন ভোর রাত সোয়া ৪টার দিকে দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২জনকে গ্রেফতার ও দেশী অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে। 
  দৌলতদিয়ার ২নং ফেরী ঘাট সংলগ্ন জাকের পার্টির অফিসের পিছনের বাগানের মধ্য থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
  গ্রেফতারকৃতরা হলো-উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়ার রফিক শেখের ছেলে রাসেল শেখ(২১) এবং ফরিদপুরের কোতয়ালী থানাধীন রঘুনন্দপুর গ্রামের ওমর শেখের ছেলে আশিক শেখ(২২)। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি সাধারণ চাকু ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় দন্ড বিধির ৩৯৯/৪০২ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতদিয়ায় পবিত্র আশুরা পালিত
সর্বশেষ সংবাদ