রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল ১লা জুন ভোর রাত সোয়া ৪টার দিকে দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২জনকে গ্রেফতার ও দেশী অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে।
দৌলতদিয়ার ২নং ফেরী ঘাট সংলগ্ন জাকের পার্টির অফিসের পিছনের বাগানের মধ্য থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়ার রফিক শেখের ছেলে রাসেল শেখ(২১) এবং ফরিদপুরের কোতয়ালী থানাধীন রঘুনন্দপুর গ্রামের ওমর শেখের ছেলে আশিক শেখ(২২)। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি সাধারণ চাকু ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় দন্ড বিধির ৩৯৯/৪০২ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।