রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার গতকাল ২৯শে জুলাই বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় বন্যা কবলিত শতাধিক পরিবারের মধ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার এর দেয়া ত্রাণ সামগ্রী (খাদ্য দ্রব্য ও শাড়ী-লুঙ্গী) বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমানসহ অনান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।