ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে তৃতীয় ধাপে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৫-১১ ১৮:৪০:৩৯
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বালিয়াকান্দিতে গতকাল ১১ই মে সকালে তৃতীয় ধাপে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বালিয়াকান্দিতে তৃতীয় ধাপে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
  গতকাল ১১ই মে সকালে টিসিবি’র ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্সের উদ্যোগে বালিয়াকান্দি সরকারী কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এই পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। 
  এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী আঃ মান্নান খান, টিসিবি’র ডিলার হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উদ্বোধনী দিনে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে চিনি ও ৬০ টাকা কেজি দরে ছোলা বিক্রি করা হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ লিটার করে তেল, ৪ কেজি করে ছোলা ও ২ কেজি করে চিনি কেনার সুযোগ পান। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ