ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন/শামীম হোসেন
  • ২০২২-০৬-২০ ১৫:২৫:৩৭
পাংশা উপজেলায় গতকাল সোমবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল ২০শে জুন বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ হেকমত আলী, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রব (মোনা বিশ্বাস), উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
  সভায় সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, পাংশা উপজেলার মধ্যে পদ্মা নদী ও গড়াই নদীর পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। তবে বন্যা পরিস্থিতি খারাপ হলে সমন্বিত প্রচেষ্টায় মোকাবেলা করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি, থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও বিদ্যুৎ বিভাগসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তর, বিভিন্ন শ্রেণি পেশার সর্বস্তরের মানুষের সতর্কতামূলক অবস্থায় থাকতে হবে। বিশেষ করে, হাবাসপুর, বাহাদুরপুর ও কশবামাজাইল ইউনিয়ন এলাকায় বিশেষ সতর্কতামূলক অবস্থায় থেকে স্বেচ্ছাসেবক টিম গঠনের গুরুত্বারোপ করেন তিনি।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ