ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
রাজবাড়ীর অংকুর স্কুল এন্ড কলেজ থেকে তক্ষক উদ্ধার
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২২-০৬-২২ ১৬:৩৫:৩৫

রাজবাড়ী শহরের অংকুর স্কুল এন্ড কলেজ থেকে গতকাল ২২শে জুন দুপুরে বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার হয়েছে।
  অংকুর স্কুল এন্ড কলেজের অফিস সহকারী কল্লোল আহম্মেদ জানান, দুপুর ১২টার দিকে তিনি অফিস রুমের শোকেস পরিষ্কার করতে গিয়ে তক্ষকটি দেখতে পান। পরে তিনি সেটি ধরে পলিথিনের ব্যাগে করে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কাছে দিয়ে আসেন। তক্ষকটির ওজন প্রায় ২০০ গ্রাম হবে।
  সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ বলেন, উদ্ধারকৃত তক্ষকটি বেশ বড় আকৃতির। তক্ষকের দাম বেশী বলে প্রচার থাকায় এ প্রাণিটি প্রকৃতি থেকে বিলুপ্ত হতে চলেছে। তক্ষকটির ব্যাপারে ঢাকার বন বিভাগের কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা তক্ষকটি বনে অবমুক্ত করবেন।

রাজবাড়ীতে রেলওয়ে ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত
আসন্ন ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৫টি ফেরী-২০টি লঞ্চ
শাশুড়ীকে জবাই করে হত্যা‍: পুত্রবধূসহ পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
সর্বশেষ সংবাদ