ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ঈদের দিনে দৌলতদিয়ার ২হাজার যৌনকর্মী পেলেন কোরবানীর মাংস
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৮-০১ ১৭:১৫:৪৯

গতকাল ১লা আগস্ট ঈদের দিন বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ২হাজার যৌনকর্মীর মধ্যে কোরবানীর মাংস বিতরণ করা হয়।
  পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ‘উত্তরণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে পতিতাপল্লী সংলগ্ন এক বাড়ীতে জনপ্রতি ১ কেজি করে ২হাজার কেজি মাংস বিতরণ করা হয়। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান, পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুুল্লাহ আল তায়াবীর ও যৌনকর্মীদের সংগঠন ‘অসহায় নারী ঐক্য’র সভানেত্রী ঝুমুর বাড়ীওয়ালী প্রমুখ উপস্থিত ছিলেন। 
  পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দৌলতদিয়া পতিতাপল্লীর ২হাজার যৌনকর্মীর মধ্যে ১ কেজি করে বিতরণের জন্য ২হাজার কেজি কোরবানীর মাংস উপহার দিয়েছেন। সমাজের অসহায় মানুষ বিশেষ করে বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া)সহ যৌনকর্মীদের নিয়ে কাজ করছে সংগঠনটি প্রশংসা কুড়িয়েছে।

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ