গতকাল ১লা আগস্ট ঈদের দিন বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ২হাজার যৌনকর্মীর মধ্যে কোরবানীর মাংস বিতরণ করা হয়।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ‘উত্তরণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে পতিতাপল্লী সংলগ্ন এক বাড়ীতে জনপ্রতি ১ কেজি করে ২হাজার কেজি মাংস বিতরণ করা হয়। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান, পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুুল্লাহ আল তায়াবীর ও যৌনকর্মীদের সংগঠন ‘অসহায় নারী ঐক্য’র সভানেত্রী ঝুমুর বাড়ীওয়ালী প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দৌলতদিয়া পতিতাপল্লীর ২হাজার যৌনকর্মীর মধ্যে ১ কেজি করে বিতরণের জন্য ২হাজার কেজি কোরবানীর মাংস উপহার দিয়েছেন। সমাজের অসহায় মানুষ বিশেষ করে বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া)সহ যৌনকর্মীদের নিয়ে কাজ করছে সংগঠনটি প্রশংসা কুড়িয়েছে।