ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে গেলেন এমপি সালমা চৌধুরী রুমা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-২৮ ১৬:৩৬:২৬

Non Aligned Movement Parliamentary Network(NAMPN) Conference-এ যোগদানের জন্য আজারবাইজানের রাজধানী বাকু’র উদ্দেশ্যে যাত্রা করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা। গতকাল ২৮শে জুন সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দন থেকে তিনি বাকু’র উদ্দেশ্যে রওনা করেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে বিদায় জানান। আগামী ৪ঠা জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, সম্মেলনের ৬ সদস্যের প্রতিনিধি দলে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাসহ আরও ৩জন সংসদ সদস্য এবং ২জন পদস্থ কর্মকর্তা রয়েছেন।

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ