ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
২৫ জুলাই গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৬-৩০ ১৪:৪১:১৪
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন উপলক্ষে গতকাল ৩০শে জুন শেষ দিন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন আগামী ২৫শে জুলাই অনুষ্ঠিত হবে। 
  গতকাল ৩০শে জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত পরিষদের ১৮টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে সভাপতির ১টি পদে ২জন, সহ-সভাপতির ৩টি পদে ৫ জন, সাধারণ সম্পাদকের ১টি পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদকের ১টি পদে ২ জন, কোষাধ্যক্ষের ১টি পদে ২ জন, দপ্তর সম্পাদকের ১টি পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের ১টি পদে ২ জন, প্রচার সম্পাদকের ১টি পদে ২ জন, ধর্মীয় সম্পাদকের ১টি পদে ২ জন এবং কার্যকরী সদস্যের ৫টি পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
  আগামীকাল ২রা জুলাই দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩-৪ জুলাই প্রার্থীতা প্রত্যাহার ও ১৩ই জুলাই বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচনে প্রায় ২২শত জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।  

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ