রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৪ঠা জুলাই দিনগত রাতে উপজেলার মাছপাড়া ইউপির কানুখালী গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ বিক্রেতা আরিফুল ইসলাম (৩৩)কে গ্রেফতার করেছে।
ধৃত আরিফুল ইসলাম মাছপাড়া ইউপির কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমানসহ থানা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটের সময় মাছপাড়া ইউপির কানুখালী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করে। সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফুলের স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
মাদক উদ্ধারের ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাংশা মামলা নং-২, তারিখ ৫/৭/২০২২ইং, ধারাঃ ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল ১০(ক)/৩৬(১) টেবিল ১৯(ক)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।