ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
অটোরিক্সার দখলে দৌলতদিয়ার ফেরী ঘাটের প্রবেশ পথ-ভোগান্তি
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-০৮ ১৫:৩১:০১

অটোরিক্সা ও ব্যাটারী চালিত রিক্সার দখলে চলে গেছে দৌলতদিয়া ফেরী ঘাটের প্রবেশপথ। এর ফলে ঈদের ঘরমুখী যাত্রীরা পাটুরিয়া ঘাট থেকে ফেরীতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে নেমেই ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। 

  গতকাল ৮ই জুলাই দুপুরে দৌলতদিয়ার ফেরী ঘাটগুলো ঘুরে দেখা যায়, ফেরী ঘাটের প্রবেশমুখে-এমনকি পন্টুনের উপরও অটোরিক্সাগুলো পার্কিং করা রয়েছে। পন্টুন থেকে মহাসড়ক পর্যন্ত অ্যাপ্রোচ সড়কও একইভাবে অটোরিক্সা ও ব্যাটারী চালিত রিক্সার দখলে রয়েছে। এতে ফেরীতে যানবাহন ওঠানামা বিঘ্নিত হচ্ছে। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। 

  গাবতলী থেকে ছেড়ে আসা এইচ.আর পরিবহণের একটি বাসের চালক ফেরদৌস আলী বলেন, ফেরী থেকে নামার পর এসব অটোরিক্সা ও ব্যাটারী চালিত রিক্সার জন্য খুব অসুবিধা হয়। পুলিশও তাদেরকে কিছু বলে না। ভোগান্তি সয়েই আমাদেরকে পার হতে হয়। 

  শারমিন আক্তার নামে এক যাত্রী বলেন, পন্টুন ও অ্যাপ্রোচ সড়ক এভাবে দখল করে রাখায় আমাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব দেখারও কেউ নেই। 

  রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অপারেশন) শাহনেওয়াজ রাজু বলেন, বিষয়টি আমি এখনই দেখছি। ঘাটে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। ঘটনাস্থলে এখনই তাদেরকে পাঠাচ্ছি।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ