র্যাবের অভিযানে ফরিদপুরের নগরকান্দা থানাধীন জয়বাংলা মোড় এলাকা থেকে ৪৮৪ বোতল ফেন্সিডিলসহ পাচারকারী পিকআপের চালক ছমিরুল মন্ডল (৩৮)কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৪ই জুলাই দুপুরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় ফেন্সিডিল পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ছমিরুল মন্ডল মেহেরপুর জেলার সদর থানাধীন রাজনগর গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে। উদ্ধারকৃত মালামালসহ র্যাব তাকে নগরকান্দা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।