ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মৌন মিছিল
  • কুষ্টিয়া প্রতিনিধি
  • ২০২২-০৭-২০ ১৪:৪২:৫৯
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে গতকাল ২০শে জুলাই কুষ্টিয়ার সাংবাদিকরা মৌন মিছিল বের করে -মাতৃকণ্ঠ।

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ২০শে জুলাই দুপুরে কুষ্টিয়ার সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ ধরে এই মৌন মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে মজমপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। 
  কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ ও সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি নূর আলম দুলালসহ স্থানীয় সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন। 
  উল্লেখ্য, কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল গত ৩রা জুলাই রাতে নিজ কার্যালয় থেকে নিখোঁজ হন। পরে ৭ই জুলাই দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়ীয়া এলাকায় গড়াই নদের উপর নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নীচ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার হয়।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ