ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
ফরিদপুর সারদা সুন্দরী কলেজের ৪০ জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০৭-২৭ ১৪:৪৯:২৪
বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় গত ২৬শে জুলাই ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের ৪০ জন কৃতি ছাত্রীকে প্রতিষ্ঠানের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের ৪০ জন কৃতি ছাত্রীকে গত ২৬শে জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
  সংবর্ধনা কমিটির আহ্বায়ক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তালুকদার আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুরুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জীবিতেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে কৃতি ছাত্রীদের ফুল ও বঙ্গবন্ধুর আত্মজীবনী কারাগারের রোজনামচা উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। 
  উল্লেখ্য, সংবর্ধিত ৪০ জন কৃতি ছাত্রীর মধ্যে ৩৩ জন বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে এবং ৭ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ