ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিদর্শনে ডিডিএলজি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-৩১ ১৫:০৩:৩৩

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও ভারপ্রাপ্ত ডিডিএলজি মোঃ মাহাবুর রহমান শেখ গতকাল ৩১শে জুলাই সদর উপজেলার দাদশী  ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান পরিস্থিতিতে সবাইকে অকারণে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ ও জালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করার জন্য পরামর্শ প্রদান করাসহ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য বাখেন। এছাড়াও তিনি বিভিন্ন নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ দেলো, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের সচিব, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ