করোনা পরিস্থিতি মোকাবেলায় ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছে বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
যশোর অঞ্চলের জেলাগুলোতে স্থানীয় প্রশাসনকে সহায়তা, হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা মানুষদের খোঁজ-খবর নেয়া, সাধারণ মানুষকে সচেতন করা, প্রয়োজনীয় পরামর্শ দেয়া, হাট-বাজার, মার্কেট-শপিং মলে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা তদারকি, গণপরিহন চলাচল মনিটরিং, নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।