ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কালুখালীতে ছাত্রলীগ ও যুবলীগের বৃক্ষ রোপণ উদ্বোধনে সংসদ সদস্য
  • ফজলুল হক
  • ২০২২-০৮-০৪ ১৪:৪৩:৩০
শেখ কামালের জন্মদিন উপলক্ষে গতকাল ৪ঠা আগস্ট বিকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন -মাতৃকণ্ঠ।

বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালীতে এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের সহযোগিতায় ২দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ। 
  গতকাল ৪ঠা আগস্ট বিকালে রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন, মদাপুর ইউপির চেয়ারম্যান  মিজানুর রহমান মজনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মবি চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, সদস্য জমির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 
   উল্লেখ্য, ২দিন ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী চলাকালে কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হবে।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ