ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
রাজবাড়ী-ঢাকা আন্তঃনগর ট্রেনের দাবীতে মানববন্ধন
  • সোহেল মিয়া
  • ২০২২-০৮-০৫ ১৪:৫৪:০৭
আগামী বছরের জুনে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চালুর প্রথম দিন থেকেই রাজবাড়ী-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে গতকাল ৫ই আগস্ট বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের উদ্যোগে এই মানববন্ধন পালন করা হয় -মাতৃকণ্ঠ।

আগামী বছরের জুনে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চালুর প্রথম দিন থেকেই রাজবাড়ী-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। 
  রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন নামক অনলাইন ভিত্তিক একটি সংগঠনের উদ্যোগে গতকাল ৫ই আগস্ট বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
  মানববন্ধন চলাকালে সংগঠনের সহ-সভাপতি ডাঃ নুরুল আজম, সাধারণ সম্পাদক আফরোজা মিথুন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শরীফ ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সবুজ, সদস্য সোলায়মান হিমেল, সালমান বেগ, রনি আহমেদ, আবিদ হাসান ও ইউনুসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
  রাজবাড়ী রেলের শহর। রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্যের সাথে রেলের স্মৃতি মিশে আছে। তাই আমাদের দাবী আগামী বছরের জুনে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চালুর দিন থেকেই কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু করা হোক। 

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!