ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে প্রায় ৪ মাস পর কথিত অপহৃত কিশোরী উদ্ধার॥গ্রেপ্তার-১
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-০৭ ১৪:১২:১৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রায় ৪ মাস পর কথিত অপহৃত এক কিশোরী (১৪)কে উদ্ধার এবং মঞ্জু বেপারী ওরফে মঞ্জু কসাই(৫০) নামে ১জনকে পলিশ গ্রেপ্তার করেছে।
  গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, গতকাল ৭ই আগস্ট ভোর রাতে গোয়ালন্দ উপজেলা ও ফরিদপুরের সীমান্তবর্তী হাট জামতলা এলাকা থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার ও মঞ্জু কসাইকে গ্রেপ্তার করা হয়। সে দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আজিজ মৃধা পাড়ার মৃত ছাত্তার বেপারীর ছেলে। 
  জানা গেছে, ভিকটিম কিশোরী গোয়ালন্দের শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গত ১০ই এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হলে তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪জনের নামে একটি মামলা দায়ের করে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ