ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়া বাজারের দুইটি ওষুধের দোকানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-১০ ১৪:৪৯:৫৪
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ১০ই আগস্ট গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন বাজারের ২টি ওষুধের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন বাজারের ২টি ওষুধের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ১০ই আগস্ট অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 
  এ সময় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পল্লীবন্ধু ফার্মেসীকে ১০ হাজার টাকা ও রমজান ফার্মেসীকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
 গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করাসহ ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ