পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জানকী রায়ের পাড়ার একটি পোল্ট্রি ফার্মকে তৃতীয় বারের মতো ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১৪ই আগস্ট বিকালে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় পোল্ট্রি ফার্মের মালিক আব্দুল আওয়ালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ‘পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনার’ নির্দেশ দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
উল্লেখ্য, পরিবেশ দূষণের বিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পোল্ট্রি ফার্মটিকে এর আগে আরো ২দফায়(গত বছরের ২২শে সেপ্টেম্বর ও ২৬শে অক্টোবর) যথাক্রমে ১০ ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।