ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে গোয়ালন্দের পোল্ট্রি ফার্মকে তৃতীয় বারের মতো জরিমানা!
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-১৪ ১৫:০১:০৫

পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জানকী রায়ের পাড়ার একটি পোল্ট্রি ফার্মকে তৃতীয় বারের মতো ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ১৪ই আগস্ট বিকালে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
  এ সময় পোল্ট্রি ফার্মের মালিক আব্দুল আওয়ালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ‘পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনার’ নির্দেশ দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
  উল্লেখ্য, পরিবেশ দূষণের বিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পোল্ট্রি ফার্মটিকে এর আগে আরো ২দফায়(গত বছরের ২২শে সেপ্টেম্বর ও ২৬শে অক্টোবর) যথাক্রমে ১০ ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ