ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে জাতীয় শোক দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৮-১৫ ১৫:১০:৪২
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে গতকাল সোমবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুসহ অন্যান্যরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে গতকাল ১৫ই আগস্ট যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে। 
  এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
  পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস.এম কায়কোবাদ বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি উত্তম মিত্র, পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন ও আর.এস বিভাগের মাসুদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর শ্রদ্ধা নিবেদন করে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মোঃ এবাদত আলী শেখ, সুমী খন্দকার, রোকেয়া রহিম ও সন্ধ্যা রানী কুন্ডু। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার।

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন