রাজবাড়ীর কালুকালী উপজেলার মৃগী ইউনিয়নের ঠাকুর বিলে বিনোদন পিয়াসী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ আসছে প্রত্যন্ত এলাকার এই বিলে।
গতকাল ৯ই আগস্ট বিকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, বিনোদন পিয়াসী অসংখ্য মানুষ ভীড় জমিয়েছে। বিলের বিশুদ্ধ বাতাস, মেঘের ছুটে চলা ও পানির উপর ঢেউয়ের দৃশ্য এসব বিনোদন পিয়াসীরা মন ভরে উপভোগ করছে। প্রকৃতির সান্নিধ্য পেতে নৌকায় বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরছেন দর্শনার্থীরা।
স্থানীয় লোকজন জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে ঠাকুর বিলের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন। তার উপরে এবার করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী হয়ে পড়া মানুষ একটু বিনোদন পেতে প্রতিদিনই এখানে আসছে।