ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী সদরের চরনারায়ণপুর থেকে ৩লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস॥২জেলের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-০৯ ১৫:৫৪:৫১

রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে গতকাল ৯ই আগস্ট চরনারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং অবৈধভাবে এই জাল রাখার দায়ে ২জন জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। আটককৃত কারেন্ট জাল মা ইলিশ ধরার কাজে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ